THE POEMS OF ARSHAD ULLAH IN BENGALI

PLEASE READ MY POEMS AND OTHER WRITINGS

poem কবিতা

2019-04-18 14:06:00 | Weblog
পলকের দেখা তবু
আরশাদ উল্লাহ

পলকের দেখা তবু
চোখে চোখে কথা হল
প্রথম দেখা তবু
চেনা চেনা মনে হল!

রেখে সুরভি টুকু
নিমেষে চলে গেল
সোনালী স্মৃতি টুকু
আমায় দিয়ে গেল।

না-বলা সে কথাটুকু
মনেই রেখেছি ধরে
অব্যক্ত সে আশা টুকু
ব্যথা হয়ে চিত্তে ঘুরে।

পথ-পানে চেয়ে থাকি
আবার সে ফিরে যদি
যখন তার ছবি আঁকি
শ্রাবনের - ভরা নদী ।

(পূর্ব প্রকাশিত)
২০০৯ সালে লেখা কিঞ্চিৎ পরিবর্তিত।



Waka ওয়াকা কবিতা

2019-04-17 09:30:34 | Weblog

তিনটি ওয়াকা কবিতা

১।
নিষ্পত্র ডালে
বসা একটি পাখি
মনোবেদনা
ক্লান্তিকর শরত রাত্রি
মহানিশা প্রহরে

২।
টর্নেডু রাত্রি
নড়বড়ে গৃহ মাঝে
একাকি আমি
তোমার উপস্থিতি
মনোবাঞ্ছনা শুধু

৩।
এখন শুধু
বিরহ ব্যথা মনে
ম্যাপল পত্র
ঝরে সরণি ‘পরে
ঝিঁঝিঁ পোকার কান্না

১৮ সেপটেম্বর, ২০১৬
(পূর্ব প্রকাশিত)

দ্রষ্টব্যঃ জাপানি ওয়াকা কবিতার প্রচলন দেড় হাজার বৎসর পূর্ব থেকে। প্রাচীনকালে রাজ দরবারে বিখ্যাত কবিরা সম্রাট কিংবা রাজাকে ওয়াকা পড়ে শুনাতেন। রাষ্ট্র সেসব ওয়াকা কিনে নিত। এসব ওয়াকার প্রচলন শুধু এলিট অভিজাত পরিবারে প্রচলিত আছে। তবে ব্যতিক্রমও ছিল। সাধারণ পরিবারের কেউ যদি অর্থবোধক 'ওয়াকা' লিখতে পারতেন। বাষ্ট্র তাঁকে স্বীকৃতি দিয়ে দরবারে স্থান দিত।

ওয়াকা কবিতা ৫ - ৭ - ৫ - ৭ - ৭ = ৩১টি সিলেবলে লেখা হয় ছোট ৫ লাইনে। ওয়াকা কবিতার গভীরতা এবং অর্থ বুঝতে পারলে আত্মতৃপ্তি পাওয়া যায়।

poem কবিতা

2019-04-16 10:29:23 | Weblog
সময়ের বন্ধু

কিছু বন্ধু আছে চলে যায় দূরে
কিছু বন্ধু আছে বন্ধুর মূল্য বুঝে,
যারা চলে যায় দূরে ভুল বুঝে
বিভ্রান্ত হয়ে - পথে পথে ঘুরে
পথহারা পথিকের মত।
শত মাইল হেঁটে - সে একদিন
অনন্ত ক্লান্তি হতাশায় নুয়ে পড়ে।
সময়ের বিপাকে ভাবাবেশে-
অতীতের পথে খুজে খুজে মরে,
ভুল তার বুঝে সে অনেক পরে।

নিখাদ নির্মল হৃদয়ের বন্ধু-
আজকের মরুভূমিতে দুর্ঘট-বিরল।
অশান্ত জীবনের কথা
বলবার কেউ নেই তার।
যাকে সে করেছে ঘৃণা,
যাকে করেছে অবহেলা,
মনের সব ব্যথা বেদনার কথা-
সে ই শুনেছে, সেতো মিথ্যা নয়।
নিখাদ বন্ধুরাই সুখ-দুঃখে
ছায়ার মত কাছে রয়।
সময়ে বন্ধু সম্পদের চেয়েও
অনেক বেশি মূল্যবান হয়।

১৬ এপ্রিল, ২০১৯


Bengali New Year's poem and greetings

2019-04-14 09:44:40 | Weblog
শুভ বাংলা নববর্ষ - বৈশাখী শুভেচ্ছা।
"
বৈশাখ আসুক ফিরে প্রতি ঘরে ঘরে
জীবন সুখের হোক - বাংলার সবার,
যদি ও হয়নি দেখা- তোমার আমার,
কোনদিন বাংলার কোন পথে প্রান্তরে;
হয়তো দেখিব তোমায় বাংলার পথে।
সময়ের ঘুর্নিপাকে একদিন যাব উড়ে,
দেখিবে দাঁড়িয়ে আছি তোমার দুয়ারে।
তোমারে চিনিব আমি - হয় যদি দেখা
মনের দুয়ার খুলে বলিব সেদিন-
অব্যক্ত মনের অনেক অনেক কথা।"
১৪ এপ্রিল, ২০১৯
১ বৈশাখ, ১৪২৬

poem কবিতা

2019-04-12 20:46:35 | Weblog
সমুদ্র নীল

তটের ঘোলা জলে খেলা
সাগরের নীল জল ফেলে;
তবু যে তা সমুদ্র স্বাদ-
লোনা জলের আস্বাদ
পৃথিবীর ঘাটে ঘাটে।
যে ছবি এঁকেছ পটে
আকাশের রঙ মেখে
সমুদ্র নীল - রেখে দূরে।
আরো দূর হেঁটে যেতে হবে,
নিখাদ নীলের- দেখা পেতে
যেতে হবে - সমুদ্র গভীরে।


চেনা মুখ

হাজার লোকের ভিড়ে-
চেনা মুখ চোখে পড়ে,
যারে ধরে রেখেছি অন্তরে
এ পৃথিবীতে জন্মের পরে
হারাবেনা তুমি জন্মান্তরে;
দেখা হয়ে যাবেই লুকাও যদি
কোন দিন আমার আগোচরে-
অনন্ত অন্ধকারে ভুলে যাও যদি চীরতরে;
দেখিবে তুমি আমায়, যদি চাও পিছু ফিরে।

হাইকু HAIKU

2019-04-11 19:55:07 | Weblog
নব বসন্ত
সুশ্রী তরুণী মুখে
গোলাপি আভা

তুষারপাত
পুস্প পাপড়ি যেন
হিমে কাতর

বসন্ত চুম্বন
উঁচু নিচু পাহারে
শ্বেত নীরদ

হাইকু HAIKU

2019-04-08 21:13:10 | Weblog
গোধূলি ক্ষণ
জোনাকি রঙে মিশা
তারকা রাশি

স্তব্ধ প্রহরে
প্রদীপ্ত-দ্যুতিমান
নিস্পত্র ডালা

পার্বত্য বনে
নীরদ ঘন মেঘে
শ্বেত ফোয়ারা




HAIKU

2019-04-07 13:32:53 | Weblog

শুভ্র অরণ্য
ঋতু উপাবর্তনে
পান্থ-পথিক

ফুটন্ত পুস্প
গন্ধ-সুরভী-দ্যুতি
ধনী গরীবে

পরনে শাড়ী
বল খেলাতে নারী
প্রফুল্লচিত্ত