THE POEMS OF ARSHAD ULLAH IN BENGALI

PLEASE READ MY POEMS AND OTHER WRITINGS

poem কবিতা

2019-04-12 20:46:35 | Weblog
সমুদ্র নীল

তটের ঘোলা জলে খেলা
সাগরের নীল জল ফেলে;
তবু যে তা সমুদ্র স্বাদ-
লোনা জলের আস্বাদ
পৃথিবীর ঘাটে ঘাটে।
যে ছবি এঁকেছ পটে
আকাশের রঙ মেখে
সমুদ্র নীল - রেখে দূরে।
আরো দূর হেঁটে যেতে হবে,
নিখাদ নীলের- দেখা পেতে
যেতে হবে - সমুদ্র গভীরে।


চেনা মুখ

হাজার লোকের ভিড়ে-
চেনা মুখ চোখে পড়ে,
যারে ধরে রেখেছি অন্তরে
এ পৃথিবীতে জন্মের পরে
হারাবেনা তুমি জন্মান্তরে;
দেখা হয়ে যাবেই লুকাও যদি
কোন দিন আমার আগোচরে-
অনন্ত অন্ধকারে ভুলে যাও যদি চীরতরে;
দেখিবে তুমি আমায়, যদি চাও পিছু ফিরে।