THE POEMS OF ARSHAD ULLAH IN BENGALI

PLEASE READ MY POEMS AND OTHER WRITINGS

Bengali New Year's poem and greetings

2019-04-14 09:44:40 | Weblog
শুভ বাংলা নববর্ষ - বৈশাখী শুভেচ্ছা।
"
বৈশাখ আসুক ফিরে প্রতি ঘরে ঘরে
জীবন সুখের হোক - বাংলার সবার,
যদি ও হয়নি দেখা- তোমার আমার,
কোনদিন বাংলার কোন পথে প্রান্তরে;
হয়তো দেখিব তোমায় বাংলার পথে।
সময়ের ঘুর্নিপাকে একদিন যাব উড়ে,
দেখিবে দাঁড়িয়ে আছি তোমার দুয়ারে।
তোমারে চিনিব আমি - হয় যদি দেখা
মনের দুয়ার খুলে বলিব সেদিন-
অব্যক্ত মনের অনেক অনেক কথা।"
১৪ এপ্রিল, ২০১৯
১ বৈশাখ, ১৪২৬