THE POEMS OF ARSHAD ULLAH IN BENGALI

PLEASE READ MY POEMS AND OTHER WRITINGS

poem কবিতা

2019-04-16 10:29:23 | Weblog
সময়ের বন্ধু

কিছু বন্ধু আছে চলে যায় দূরে
কিছু বন্ধু আছে বন্ধুর মূল্য বুঝে,
যারা চলে যায় দূরে ভুল বুঝে
বিভ্রান্ত হয়ে - পথে পথে ঘুরে
পথহারা পথিকের মত।
শত মাইল হেঁটে - সে একদিন
অনন্ত ক্লান্তি হতাশায় নুয়ে পড়ে।
সময়ের বিপাকে ভাবাবেশে-
অতীতের পথে খুজে খুজে মরে,
ভুল তার বুঝে সে অনেক পরে।

নিখাদ নির্মল হৃদয়ের বন্ধু-
আজকের মরুভূমিতে দুর্ঘট-বিরল।
অশান্ত জীবনের কথা
বলবার কেউ নেই তার।
যাকে সে করেছে ঘৃণা,
যাকে করেছে অবহেলা,
মনের সব ব্যথা বেদনার কথা-
সে ই শুনেছে, সেতো মিথ্যা নয়।
নিখাদ বন্ধুরাই সুখ-দুঃখে
ছায়ার মত কাছে রয়।
সময়ে বন্ধু সম্পদের চেয়েও
অনেক বেশি মূল্যবান হয়।

১৬ এপ্রিল, ২০১৯