THE POEMS OF ARSHAD ULLAH IN BENGALI

PLEASE READ MY POEMS AND OTHER WRITINGS

আমার ভাবনাগুলি

2019-08-20 10:28:06 | Weblog
মনের ভাবনাগুলি সাদা মেঘের মত
বায়ুস্রোতে ভাসে আকাশে,
আমার জীবনও ঠিক তেমন-
বিবর্ণ মলিন যত বিষণ্ণ হরিণ-
বৃথা দৌড়ায় মরু তিয়াসে।
একে একে কত ভাবনার কাল রাত
নির্ঘুম যাতনা হয়ে আসে;
তবু রঙধনু দেখি প্রভাতের আকাশে
স্বপ্নে তুমি যখন থাকো পাশে।
২০ আগষ্ট, ২০১৯