THE POEMS OF ARSHAD ULLAH IN BENGALI

PLEASE READ MY POEMS AND OTHER WRITINGS

poem কবিতা

2019-09-09 13:24:00 | poem

সময়ের অদলবদল
আরশাদ উল্লাহ্‌

কি যে করি - দুর্দান্ত অস্থির জগত সায়রে
এ জীবনতরী - স্থির হতে গিয়ে কোথাও-
অশিবের দুর্বিপাকে আঘাটে ধাক্কা খেয়ে
হতে পারেনি স্থির, তাই অস্বচ্ছন্দ যদিও
সময়ের প্রতাপে টালমাটাল - যাচ্ছে ধেয়ে
পথ হারিয়ে চলছে নিরুদ্দেশে অন্ধকারে।
নাস্তানাবুদ হতবুদ্ধি তবুও রয়েছে এগিয়ে
সংঘাতময় এ পৃথিবীর - জল-স্থল পথে
জন্মের পরে যুগের পর যুগ ভয়ে নির্ভয়ে।

বিশাল বট বৃক্ষ দেখে ভেবেছি পৃথিবী স্থির,
নিত্যকার অন্ধকার সরিয়ে উজ্জ্বল আলো আসে,
নরম ঘাসের ‘পরে মুক্তার মত - প্রভাত শিশির।
বায়ুতে পুস্পের ঘ্রাণ, ঝিঁঝিঁপোকার তান
আঁকাবাঁকা নদী নৌকার মাঝি গায় গান,
সূর্যাস্তের পর লাখো তারা - তিমির আকাশে।

সময়ের অদলবদল – উজ্জ্বল – অনুজ্জ্বল,
প্রকৃতির এপিঠ ওপিঠ – আঁধারে জোনাকি,
সংঘাতময় জীবন তবু মানুষেরা কর্মচঞ্চল,
জীবন এক বিস্ময়কর স্বপ্ন, বুঝার উপায় কি?
জীবন সংগ্রামে রত মানুষের দিন ফুরিয়ে যায়
মনের আড়াল থেকে, বুঝেনা কেউ বড় বিস্ময়।
মহাযুগে জীবনতরী যদি ঘাটে যায় লেগে
সূর্যের মৃত্যু হবে নির্ঘাত - পৃথিবীর আগে।

৯ সেপ্টেম্বর ২০১৯