THE POEMS OF ARSHAD ULLAH IN BENGALI

PLEASE READ MY POEMS AND OTHER WRITINGS

poem কবিতা

2019-10-16 10:52:19 | poem
প্রাতের অন্ধকার
আরশাদ উল্লাহ্

ভারি বৃষ্টিতে - প্রাতের অন্ধকার-
বড় অসহনীয়, কিছু ইচ্ছার মৃত্যু,
স্বপ্নে যাকে দেখে ভোরের আলোতে
কলম আর খাতা খুঁজি কবিতা লিখার।
সে অনুভূতি ভিন্ন স্বাদের গুপ্ত কামনা,
সদ্য ফুটন্ত - প্রভাত পদ্মকলির মতো
কিশোরীর বিনম্র মুখ, এক স্বপ্নকন্যা।

পদ্মার পাড়ে একা পানসিতে বসা
ভোর বায়ুতে উড়ে - দুরন্ত উড়না,
চোখেমুখে সাগরের দুর্দান্ত নীলিমা,
যে চোখে পড়েছে শঙ্খচিলের ছায়া,
আহা কি যে তার গভীর মমতা মায়া,
ক্ষণস্থায়ী জীবনের - নীল স্বপ্নকন্যা।

পানসিতে রূপসীর হাতে নীল চুড়ি
রূপালী ঢেউয়ে শ্বেত ফেনার কুঁড়ি,
স্বপ্নকন্যার মমতার বন্যাতে ভেসে
তার পানসিতে পা রাখার আগেই-
ব্জ্রঝড়ে স্বপ্নভগ্ন; শূন্য ঘরে আমার-
কবিতার খাতা আর কলম খুঁজে মরি।


৩ অক্তোবর ২০১৯

コメントを投稿