THE POEMS OF ARSHAD ULLAH IN BENGALI

PLEASE READ MY POEMS AND OTHER WRITINGS

হাইকু HAIKU

2019-04-26 16:36:58 | Weblog

ভব বাজারে
কতো শত মাজারে
আত্ম-সংস্কার


চাইনা যারে
আমারি পিছে ঘুরে
বলি কেমনে


চেরী নিকুঞ্জ
শ্যামল বর্ণ শাখা
পুস্প-বিরহ

Waka ওয়াকা কবিতা

2019-04-25 19:07:13 | Weblog
এখানে শুধু
শূন্য হৃদয়ে হাঁটা
নিঃসঙ্গ একা
তুমি বিনে প্রশান্তি
কল্পিত স্বর্গভূমি

স্বর্গ দেখিনি
আজেলিয়া ফুটন্ত
রঙে রাঙ্গানো
মনোবেদনা শুধু
তুমি নেই এখানে

Waka ওয়াকা কবিতা

2019-04-24 18:28:04 | Weblog

নিষ্পত্র ডালে
বসা একটি পাখি
মনোবেদনা
শরতে রাত্রি কতো
ক্লান্তিজনক মুহূর্ত


টর্নেডু রাত্রি
নড়বড়ে গৃহতে
একাকি আমি
তব সান্নিধ্য মম
মনোবাঞ্ছনা শুধু


তুমি কেবলি
বিরহ ব্যথা মনে
ম্যাপলের পাতা
ঝরে সরণি ‘পরে
ঝিঁঝিঁপোকারা কাঁদে

poem কবিতা

2019-04-24 17:35:08 | Weblog

প্রজাপতিটি পাখা মেলে উড়ে
শুন্য মনের আঙিনায় আমার
কাছে গেলে - সরে যায় দূরে।
রোজ এসে উড়ে মনঃপ্রাণে
মন ভরে যায় - গানে গানে।
তাতে আর কি আসে যায়?
মনে মনে তারে শুধু বলি,
মাঝে মাঝে ‘ভালবাসি’ বল
মধুর সম্পর্ক মধুরতা পেল;
তাতে কি - আসে যায়?
এ জীবনে নাই বা কথা হল
তাতে কোন দুঃখ নেই,
কথা না হলেও দু’টি মনের
অঙ্গনে অদৃশ্য বন্ধন রইল!

মনের কথা বলার ক'জন পাবে
যাতনার কথা - ক’জন শুনবে?
আমিই তো আছি একজন শোনার,
অন্তরে যারে - ধরে রেখেছ নিরবে,
উড়েউড়ে সুরভি ছড়াও দুয়ারে এসে।
হাসনাহেনার স্বাদুঘ্রাণ পাই বাতাসে;
নিশীথ নিভৃতে বসে জানালার পাশে।

চোখ মেলে দেখি চলে যাও দূরে
গন্ধ-সুরভি ঢেলে - এসে দুয়ারে।
যাকনা জীবন এমনি ধরা ছুঁয়ার বাইরে
তাতে মন্দের কিছু আছে কি?
শিউলি শেফালি ঝরে ভোরে রাশি রাশি
শূন্য মনে অনন্য ভাবনা – তাতে কি?
শুধু একবার তুমি বলে যাও ‘ভালবাসি’।।

হাইকু HAIKU

2019-04-22 22:31:50 | Weblog
মাতচুও বাশোর হাইকু
松尾芭蕉 ベンガル語翻訳
(অনুবাদ)


গ্রীষ্মের তৃণ
সৈনিকের রণক্ষেত্র
স্বপ্ন-সমাধি

স্তব্ধ মুহূর্ত
পাথরে মিশে আছে
ঝিঁঝিঁর কাকুতি

ভ্রমণ পীড়িত
স্বপ্নেরা শুষ্ক মাঠে
ঘুরছে শুধু

poem কবিতা

2019-04-19 11:17:52 | Weblog
প্রজাপতিটি
আরশাদ উল্লাহ্‌

প্রজাপতিটি পাখা মেলে উড়ে
শুন্য মনের আঙিনায় আমার
কাছে গেলে - সরে যায় দূরে।
রোজ এসে উড়ে মনঃপ্রাণে
মন ভরে যায় - গানে গানে।
তাতে আর কি আসে যায়?
মনে মনে তারে শুধু বলি,
মাঝে মাঝে ‘ভালবাসি’ বল
মধুর সম্পর্ক মধুরতা পেল;
তাতে কি - আসে যায়?
এ জীবনে নাই বা কথা হল
তাতে কোন দুঃখ নেই,
কথা না হলেও দু’টি মনের
অঙ্গনে অদৃশ্য বন্ধন রইল!

মনের কথা বলার ক’জন পাবে
যাতনার কথা - ক’জন শুনবে?
আমিই তো আছি একজন শোনার,
অন্তরে যারে - ধরে রেখেছ নিরবে,
উড়েউড়ে সুরভি ছড়াও দুয়ারে এসে।
হাসনাহেনার স্বাদুঘ্রাণ পাই বাতাসে;
নিশীথ নিভৃতে বসে জানালার পাশে।

চোখ মেলে দেখি চলে যাও দূরে
গন্ধ-সুরভি ঢেলে - এসে দুয়ারে।
যাকনা জীবন এমনি ধরা ছুঁয়ার বাইরে
তাতে মন্দের কিছু আছে কি?
শিউলি শেফালি ঝরে ভোরে রাশি রাশি
শূন্য মনে অনন্য ভাবনা – তাতে কি?
শুধু একবার তুমি বলে যাও ‘ভালবাসি’।।



হাইকু HAIKU

2019-04-19 08:55:38 | Weblog
ফুটন্ত চেরী
আসো প্রণয়ী তুমি
বর-প্রার্থনা

নব বসন্ত
সুশ্রী তরুণী মুখে
গোলাপি আভা

চিত্তাকর্ষক
রমণীয় রমণী
দ্ষ্টি-নন্দন

শুভ্র অরণ্য
ঋতু উপাবর্তনে
পান্থ-পথিক