THE POEMS OF ARSHAD ULLAH IN BENGALI

PLEASE READ MY POEMS AND OTHER WRITINGS

poem কবিতা

2019-08-31 19:28:21 | Weblog
Life is a dream
Arshad Ullah

It seems to me...
Life is short, time is a thief,
I just cry and cry and I see...
Time is guilty of taking our lives.
Always It seems to me.
The day before yesterday,
I was born, it's just a miracle,
It's just yesterday, I grew up...
It seems to me,
It's quite understandable,
From our lives ...
Time takes everything,
I just scream...
Life is nothing but a dream,
It's nothing, time is everything,
It seems to me.
28 August 2019

poem কবিতা

2019-08-24 19:12:56 | Weblog
ক্লিওপেট্রা

ক্ষমতার শিরোমণি রূপবতী ক্লিওপেট্রা
চতুর্দিকে পাগলের দল,
মিশর কন্যা রূপের বন্যা বদনে লেপটা
রূপ দেখে অন্ধ সকল।
যায় দেশ রসাতলে লোটপাট চারিদিকে
নিবীর্য যুবারা অচেতন,
হত্যা ধর্ষণ - নিপীড়ন ক্রন্দন ধুকে ধুকে
দুর্নীতি ঘুষ হয়না দমন।
এমন এক সুযোগে - পেয়ে তারে বাগে
জুলিয়াস সিজারের হুংকার,
যুদ্ধ পতনে ক্লিওপেট্রা সিজার অনুরাগে
ইতিহাসে লেখা - পরীষ্কার।
২৪ আগষ্ট, ২০১৯

poem কবিতা

2019-08-22 12:25:17 | Weblog
ব্যর্থ সব আশা প্রত্যাশা যেন
হতাশার অসীম যন্ত্রণা,
আনবিক চুল্লির তীব্র বিক্রিয়া
প্লটোনিয়াম ফিসিয়ামের...
তেজস্ক্রিয় তপ্ত কণা।

দিন গুনি বুকে নিয়ে জ্বলন্ত চুল্লি,
দৃষ্টিতে স্ক্যান করে দেখি...
এগুবার সঠিক পথ রয়েছে কি না,
প্রত্যক্ষ করি আসল মেকি।

আশা রাখি - হয়তো পাব কোন ক্ষণে
সূর্যের তীব্র আলোতে সত্যের ঠিকানা,
হেঁটে যাব দুর্বার পথে হতাশা মুক্ত রণে,
মুক্তির আলো যেখানে - সুখের নিশানা।
২২ আগষ্ট, ২০১৯

poem কবিতা

2019-08-21 12:29:15 | Weblog
এসেছে নিরবে নিবিড়ে নব রূপে রঙে
জেগেছে আবার - দীঘি নদী জলাতে
চুপিচুপি উঁকি দিয়ে মৌনী ঢঙ্গে
লাজ রাঙা রূপসী তরুণীর মত
যৌবনের ডাকে- মৌসুমি চেতনায়,
বহু রঙ শাপলা ফুল ভোর প্রভাতে।

পৃথিবীর জন্ম লগ্নে প্রভুর অবদানে
মৌসুমি কত ফুল যেদিকে তাকাই
শিউলী কামিনী বকুল চামেলি জুঁই
হরিত ঘাসে - হিরক টুকরো সহস্র
শিশিরের জ্যোতি প্রভাত কিরণে!
২১ আগষ্ট, ২০১৯

আমার ভাবনাগুলি

2019-08-20 10:28:06 | Weblog
মনের ভাবনাগুলি সাদা মেঘের মত
বায়ুস্রোতে ভাসে আকাশে,
আমার জীবনও ঠিক তেমন-
বিবর্ণ মলিন যত বিষণ্ণ হরিণ-
বৃথা দৌড়ায় মরু তিয়াসে।
একে একে কত ভাবনার কাল রাত
নির্ঘুম যাতনা হয়ে আসে;
তবু রঙধনু দেখি প্রভাতের আকাশে
স্বপ্নে তুমি যখন থাকো পাশে।
২০ আগষ্ট, ২০১৯